দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ক্লাসরুমের ব্ল্যাকবোর্ডে চক দিয়ে বড় বড় করে ‘জয় শ্রী রাম’ লেখায় এক ছাত্রকে বেদম মার দিলেন শিক্ষক। ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের কাঠুয়ার একটি স্কুলে। সূত্রের খবর, শিক্ষক ওই স্কুলেরই প্রিন্সিপাল। তিনি জানতে পারেন, স্কুলেরই এক ছাত্র ক্লাসরুমে ব্ল্যাকবোর্ডের মধ্যে ‘জয় শ্রী রাম’ লিখেছিল। স্কুলের ভিতরে এই বিষয়টি একেবারেই মানতে পারেননি ওই প্রিন্সিপাল। তাই ছাত্রকে উচিত শিক্ষা দিতেই বেধড়ক মারেন তিনি।
মুসলিম হওয়ার অপরাধে উত্তরপ্রদেশের এক স্কুলে ছাত্রকে একের পর এক চড় মারার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই ঘটনায় জড়িত শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া হলেও, ওই প্রিন্সিপালের ঘটনায় তদন্তের জন্য কাঠুয়ার ডেপুটি কমিশনার তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন। সেই কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পরেই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।