দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কালনার অকালপৌষ অরবিন্দ প্রকাশ ঘোষ উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের প্রায় প্রতিদিনই মিড-ডে মিল খেতে দেখা যায় রাস্তার উপরে বসে। গ্রামের বিচারে রাস্তাটি বেশ ব্যস্ত। লরি ও ট্র্যাক্টর তো চলাচল করেই, এই রাস্তা দিয়ে যাতায়াত করে বাসও। এই রাস্তার উপরে বসে প্রায়ই মিড-ডে মিল খায় অকালপৌষ অরবিন্দ প্রকাশ ঘোষ উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা।
স্কুলে একটি খাবার ঘর আছে ঠিকই কিন্তু সেই ঘর এতটাই অপরিচ্ছন্ন যে সেখানে বসে খেতেই চায় না ছাত্ররা। তা ছাড়া ঘরটি বেশ স্যাঁচস্যাঁতে। মাঠে বসে খেলে আপত্তি করেন শিক্ষকরা কারণ মাঠ অপরিষ্কার হয়ে যেতে পারে। এজন্যই তারা স্কুল লাগোয়া রাস্তায় গিয়ে মিড-ডে মিল খায়। এনিয়ে স্কুল কর্তৃপক্ষ বা স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের কোনও হেলদোল নেই বলে অভিযোগ।
রাস্তায় বসে খেলে কী বিপদ ঘটতে পারে তা হয়তো ছাত্ররা বোঝে না, কিন্তু শিক্ষকরা কেন এতদিন বাধা দেননি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক সুদীপ্ত ঘোষের দাবি, ‛প্রতিদিন এরকম ঘটনা ঘটে না, আগামী দিনেও আর ঘটবে না। স্কুলের মধ্যে মিড-ডে মিল খাওয়ার ঘর রয়েছে কিন্তু কয়েকজন ছেলে স্কুলের পিছন দিকে ভাঙা পাঁচিল পেরিয়ে নিয়ে গিয়ে রাস্তায় বসে খেয়েছে।’
সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন