Wednesday, February 5, 2025
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

করোনাকালে দীর্ঘদিন ধরে বন্ধ পড়াশোনা, স্কুলের ভিতরেই বসলো গরুর হাট

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: পবিত্র ঈদ-উল-আজহাকে সামনে রেখে বাংলাদেশের কুমিল্লার চান্দিনা উপজেলায় বিদ্যালয়ের মাঠেই চলছে অবৈধ গরুর হাট। শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠের হাট ইজারা ছাড়াই বসানো হয়েছে। আর নবাবপুর ও ধেরেরা অস্থায়ী হাট অন্য জায়গা দেখিয়ে সরকারিভাবে ইজারা নিয়ে পরবর্তীতে বিদ্যালয় মাঠে বসানো হয়।

জানা গেছে, ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত চান্দিনা উপজেলায় ৪টি স্থায়ী গরু বাজার রয়েছে। পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে উপজেলায় আরো ৮টি অস্থায়ী গরুর হাটের ইজারা দেয় উপজেলা প্রশাসন। স্থায়ী ও অস্থায়ী ১২টি গরু বাজারের স্থলে বর্তমানে চান্দিনায় অন্তত ২৩টি গরুর হাট রয়েছে। ২৩টির মধ্যে ১১টি হাটেরই কোনো অনুমোদন নেই। এছাড়া ৩টি বিদ্যালয়ের মাঠে সপ্তাহে ২দিন করে চলে গরুর ওই হাট।

 

চান্দিনার শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক হারুনুর রশিদ বলেন, ‘কে বা কারা গরুর বাজার বসিয়েছে- আমি কিছুই জানি না। শনিবার স্কুলে এসে মাটে খুঁটি দেখে শুনেছি শুক্রবার নাকি গরুর হাট বসেছিল’। কারা বসিয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি কিছুই জানি না।’ ধেরেরা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আব্দুল হালিম বলেন, ‘শুনেছি বিদ্যালয়ে মাঠে গরুর হাট বসিয়েছে।’

 

ধেরেরা গরু হাটের ইজারাদার আরিফুল ইসলাম বলেন, ‘আমরা ৫৫১ দাগে ইজারা নিয়েছি। মাঠের এক পাশে খুঁটি দেই। যেখানে আমাদের ইজারা আছে। স্কুলের জায়গায় খুঁটি দেইনি।’

Leave a Reply

error: Content is protected !!