Monday, February 24, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

সাধ্যে কুলোয়নি হুইলচেয়ার, অদম্য মনের জোর নিয়ে একপায়ে ২ কিমি হেঁটে মনোনয়ন জমা বাম প্রার্থীর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রার্থী হওয়ার পর থেকে তিনি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তপন বিধানসভার বিভিন্ন এলাকা প্রচার করে চলেছেন। এক পায়ে হেঁটেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছেন তিনি। সাধ্যে কুলোয়নি হুইলচেয়ার কেনার টাকাও। কিন্তু মনের জোর তাকে কোনভাবেই থামিয়ে রাখতে পারেনি। একদিকে যখন মনোনয়ন জমা দেওয়ার সময় তারকাদের মেলা, বাদ্যি, হইহই রইরই রব, তখন সেই দিকে হাঁটলেনও না এই প্রার্থী। গাড়ি, হুডখোলা জিপ তো দূরে থাক রিকশাও নেননি কালীচরণ। এক পা আর ইচ্ছাশক্তির উপর ভর করে পায়ে হেঁটেই জমা দিয়েছেনন মনোনয়ন। অদম্য মনের জোর নিয়ে একপায়ে ২ কিমি হেঁটে মনোনয়ন জমা দিলেন দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভার এসইউসিআই প্রার্থী কালীচরণ এক্কা।

কয়েক বছর আগে ফুটবল খেলতে গিয়ে এক পায়ে আঘাত পান কালীচরণ এক্কা। ফুটবল খেলতে গিয়ে যে জীবনের উপর বড় বিপদ নেমে আসবে বুঝতে পারেননি তিনি। চিকিৎসকদের পরামর্শ মেনে বাদ দিতে হয় তাঁর ডান পা। এদিকে টানাটানির সংসারে হুইলচেয়ার বিলাসিতা। অভিযোগ, সরকারের কাছে আবেদন করেও হুইলচেয়ার পাননি তিনি। এরপর থেকেই এক পা এবং একটি লাঠির উপর ভর করেই যাবতীয় কাজ করেন তিনি। এমনকি কৃষিকাজ করে সংসার চালান তিনি।

কালীচরণ এক্কা বলেন, ‘আমি প্রতিদিন ১০ কিলোমিটারের বিশি হাঁটাচলা করি। এভাবেই ভোচপ্রচার, মনোনয়ন জমা দিয়েছি।’ তিনি আরও জানান, ভোটে জিতে বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কাজ করতে চান তিনি। একইসঙ্গে, পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করতে চান বলে দাবি করেন এই প্রার্থী। তপন বিধানসভার পাশাপাশি বালুরঘাট ও কুমারগঞ্জ বিধানসভার এসইউসিআই প্রার্থীরা বুধবার মনোনয়ন জমা দেন। একুশের নির্বাচনে বালুরঘাট থেকে প্রার্থী হয়েছেন বিরেন মহন্ত, কুমারগঞ্জ থেকে প্রার্থী রঞ্জিত দেব।

Leave a Reply

error: Content is protected !!