দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জিহাদের নাম নিয়ে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে দেওয়া জি নিউজের সুধীর চৌধুরীকে এখন ইসলাম ধর্ম ও জিহাদের প্রশংসা করতে দেখা যাচ্ছে। একটি তালিকা তৈরি করে জিহাদের বিরুদ্ধে জনগণকে উসকে দেওয়া সুধীর এখন বলছেন, এখনও পর্যন্ত জিহাদের যথাযথ ব্যাখ্যা করা হয়নি, এটি ভুলভাবে উপস্থাপিত হয়ে আসছে।
সুধীর চৌধুরীর এই আকস্মিক পরিবর্তন সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচিত হচ্ছে। নেটিজেনদের মতে, সুধীরের সুর বদলের কারণ হল তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর। গত ১১ মার্চ অনুষ্ঠিত ডিএনএ শো’য়ের দরুন সুধীর চৌধুরীর বিরুদ্ধে কেরলে অ-জামিনযোগ্য ধারায় একটি এফআইআর দায়ের করা হয়। এই শো’তে, সুধীর একটি তালিকার মাধ্যমে জিহাদকে অসম্মান করার পাশাপাশি দর্শকদের কাছে জিহাদের ভুল ব্যাখ্যা করেন।
মনে করা হচ্ছে, এই এফআইআর এড়াতে সুধীর চৌধুরী এখন জিহাদের প্রশংসা করছেন। বিশেষজ্ঞদের মতে, সুধীর আদালতে নিজের ভারসাম্য বজায় রাখার জন্যই নতুন করে জিহাদ সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি বদল করেছেন। তিনি নব্বই ডিগ্রি ঘুরে গিয়ে বলেছেন, ‛জিহাদ মুসলমানদের অন্যতম পবিত্র স্তম্ভ, যা সম্পূর্ণ ন্যায়সঙ্গত। এটি মুসলমানদের পবিত্র যুদ্ধ, যেখানে অত্যাচারের কোনও স্থান নেই।’ তিনি আরও বলেন, ‛সন্ত্রাসীরা যাকে জিহাদ বলে, তা আসলে জিহাদ নয়। বহু শতাব্দী ধরে এটি ভুলভাবে উপস্থাপিত হচ্ছে।’
Support Free & Independent Journalism