দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কৃষকদের ‘কাপুরুষ’ বলে মন্তব্য করলেন কর্ণাটকের কৃষিমন্ত্রী বিসি পাটিল। তার দাবি, যে কৃষকরা আত্মহত্যা করেন, তাঁরা সকলেই কাপুরুষ। তাকে বলতে শোনা গেল, ‘‘যে কাপুরুষরা নিজের স্ত্রী ও সন্তানদের দায়িত্ব নিতে পারেন না, তাঁরাই আত্মহত্যা করেন।’’
তিনি আরও বলেন, ‘‘জলে পড়ে গেলে আমাদের সাঁতরাতে হয়। তবেই জেতা সম্ভব হয়ে ওঠে।’’ একটি সভায় বাঁশের উৎপাদন কতটা লাভজনক, সে বিষয়ে সওয়াল করার সময়ই তাঁর বক্তব্যে উঠে আসে কৃষকদের আত্মহত্যার বিষয়টি। তখনই ওই বিতর্কিত মন্তব্য করে বসেন কৃষিমন্ত্রী।