দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে তৃতীয় মেয়াদে লকডাউন। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চতুর্থ মেয়াদে লকডাউন গড়াবে বলেই জানিয়েছেন। যদি তাই হয়, তাহলে লকডাউনের এই ঘরবন্দি জীবনে কীভাবে হবে ঈদ উদযাপন? অনেকেই বাড়িতে ঈদের নামাজের ব্যাপারে পরামর্শ দিচ্ছেন।
জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এমিরেটাস অধ্যাপক আখতারুল ওয়াসে বলছেন, সবই সর্বশক্তিমান আল্লাহর সৃষ্টি। এমন পরিস্থিতিতে মানুষ যে একত্রে নামাজ পড়তে পারবে না, সেটা তিনি জানেন। আর তাই ঘরে থেকে নিজের মতো করে ইবাদত-বন্দেগি করলেও কোনো সমস্যা হবে না।
জয়পুরের একটি বিশ্ববিদ্যালয়ের বর্তমান এই উপাচার্য আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে বাইরে না গিয়ে এবং গণজমায়েতে অংশ না নিয়ে আগে নিজেকে রক্ষা করতে হবে। আর নিজেকে রক্ষা করা গেলেই অন্যকে রক্ষা করা যাবে। এ জন্যই এবারের ঈদ ঘরে বসে পালন করা জরুরি।
আখতারুল ওয়াসেও মনে করছেন, এবারের ঈদে বাড়িতে ইবাদত-বন্দেগি করলে কোনো সমস্যা হবে না। পাশাপাশি অকারণে খরচ না করতে তথা জৌলুস কম করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন এই মুসলিম স্কলার।