দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাজধানীর কৃষক আন্দোলনের পাশে থেকে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন একাধিক সেলেব্রিটি। এবার কৃষকদের প্রতি সমর্থন জানালেন দিলীপ সিংহ রানা ওরফে দ্য গ্রেট খালি। দিল্লি ও তার আশপাশে জমায়েত অবস্থানে বসা কৃষকদের সমর্থনে ইনস্টাগ্রামে এক ভিডিও বিবৃতি দিয়েছেন খালি।
নিজের ভিডিও বার্তায় খালি দেশবাসীকে আহ্বান জানিয়েছেন, কৃষকদের দাবি সমর্থন করুন। সরকার ভুল লোকদের গায়ে হাত দিয়ে বিপর্যয় বাঁধিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কৃষকদের সমর্থন জানিয়ে বিনোদন দুনিয়ার সর্বশেষ তারকা এই পেশাদার কুস্তিগীর হিন্দিতে বিবৃতিতে বলেছেন, ওরা ২ টাকায় ফসল কিনে ২০০ টাকায় বেচবে। এইসব আইনে দিনমজুর, রাস্তার পাশের দোকানদারদেরও ক্ষতি হবে, ভুগবেন সাধারণ মানুষও।