Wednesday, November 20, 2024
Latest Newsদেশফিচার নিউজ

কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদকে সমর্থন, রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রথম দিন থেকেই কৃষকদের প্রতিবাদকে সমর্থন জানিয়ে আসছেন রাহুল গান্ধী। সোমবার তাঁদের সমর্থনে ট্রাক্টরে চেপে সংসদ যাত্রা করেন। সেই নিয়ে তীব্র কটাক্ষ করে বিজেপি। সাময়িকভাবে রণদীপ সুরজেওয়ালা সহ কয়েকজন কংগ্রেস নেতাকে আটকও করা হয়। এবার এই ঘটনায় মামলা দায়ের হল। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, এই ট্রাক্টর সফরের জন্য আগে থেকে অনুমতি নেওয়া হয়নি। ভারতীয় দণ্ডবিধির মোটর ভেহিকল আইন ১৮৮ ধারা এবং কোভিড বিধি অমান্য করার জন্য মামলা দায়ের হয়েছে। রাহুল যে ট্রাক্টর চালাচ্ছিলেন, তার নম্বর প্লেট ছিল না। সূত্রের খবর, কীভাবে ওই গাড়ি নিয়ে দিল্লিতে চালালেন, সেটাই পুলিশ তদন্ত করে দেখছে।

তাছাড়া পুলিশের এক কর্মী এও জানালেন, রাজধানীর বুকে ট্রাক্টর চালানোর অনুমোদন নেই। এটা মোটর ভেহিকল আইনের বিরোধী। আর সংসদের চারপাশে ১৪৪ ধারা জারি থাকে। সেখানে বড় জমায়েতও নিষিদ্ধ।

জানা গিয়েছে, রবিবার রাতে প্রতিবাদস্থলে ট্রাক্টরটিকে নিয়ে আসা হয়। বিজেপি সাংসদ বিনয় সহস্রবুদ্ধের খোঁচা, ‘‌রাহুল গান্ধী রাজনীতি করছেন। কৃষকরা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।’‌ গতকাল ট্রাক্টর সফরের সময় রাহুল বলেন, ‘‌তিন কৃষি আইন অবিলম্বে বাতিল করতে হবে। এই তিন আইন কৃষক বিরোধী। এতে কৃষকদের কোনও লাভ হবে না। বরং দেশের দু–তিনজন শিল্পপতিই লাভবান হবেন। আমি কৃষকদের আওয়াজই সংসদে তুলে ধরতে চাই। কারণ কেন্দ্র সংসদে এই নিয়ে কোনও আলোচনা করতে দিচ্ছে না।’‌ ট্রাক্টরের সামনে আবার বড় একটি ব্যানারও লাগানো ছিল। তাতে লেখা ছিল, বিতর্কিত কৃষি আইন কেন্দ্রকে রদ করতে হবে।

Leave a Reply

error: Content is protected !!