দৈনিকসমাচার, ডিজিটাল ডেস্ক : কৃষি আইনকে চ্যালেঞ্জ জানিয়ে করা আবেদনের ভিত্তিতে কেন্দ্রের জবাব তলব করে নোটিশ জারি করল সুপ্রিমকোর্ট।
গত সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের সম্মতিতে তিনটি কৃষি বিল পাশ করায় কেন্দ্রীয় সরকার।
সেই বিলের বিরুদ্ধে ছত্তিশগড় কিষাণ কংগ্রেসের তরফে রাকেশ বৈষ্ণবের জমা দেওয়া আবেদনের ভিত্তিতে সোমবার কেন্দ্রকে নোটিশ পাঠাল শীর্ষ আদালত।