Monday, September 16, 2024
Latest Newsদেশফিচার নিউজ

‘লাভ জিহাদ’ বিরোধী আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে বিজেপি শাসিত ২ রাজ‍্যকে সুপ্রিম নোটিশ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ভিন ধর্মে বিয়ে রুখতে লাভ জিহাদ বিরোধী আইন এনেছে একাধিক বিজেপি শাসিত রাজ‍্য। কিন্তু বিরোধী ধর্মে বিয়ে রোখার নামে বেশিরভাগই এক শ্রেণীর মানুষকে হয়রানি করা হচ্ছে বলে একাধিক অভিযোগ। যার ফলে এবার বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকারের আনা আইনের বৈধতার বিষয়টি খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট। সেই নিয়েই দায়ের হওয়া একগুচ্ছ মামলার প্রেক্ষিতে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকারকে নোটিস দিল শীর্ষ আদালত। তবে এই আইনের উপর এখনই স্থগিতাদেশ দিল না সুপ্রিমকোর্ট।

প্রসঙ্গত, ভিন্ন ধর্মে বিয়ের পর জোর করে ধর্ম পরিবর্তনের ঘটনা রুখতে আইন তৈরি করেছে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকার। সেই আইনের বৈধতা এবং আইনের ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের করা হয়।

মামলাকারীদের তরফে আবেদনে বলা হয়েছে, এই আইন সংবিধানের গঠন প্রক্রিয়ার বিরুদ্ধ। সংবিধানের ধর্মনিরপেক্ষতাকে, সমানাধিকারের বিরুদ্ধ বলে অভিযোগ করা হয়েছে। এক মামলাকারীর কথায়, এই আইন সমাজের ভিতরকার শান্তি ও সম্প্রীতি নষ্ট করবে। এমনকী মুসলিম সম্প্রদায়ের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি সন্দেহজনক করে তুলবে বলে অভিযোগ করেন ওই মামলাকারী।

এদিকে এক সপ্তাহ আগেই লাভ জিহাদ বিরোধী বিল পাস করল শিবরাজ সিং চৌহান সরকার। তাতে জোর করে ধর্মান্তকরণে বিরুদ্ধে কড়া সাজার কথা বলা হয়েছে। ১০ বছরের সশ্রম কারাদণ্ড। সঙ্গে মোটা টাকা জরিমানা গুনতে হবে দোষীকে। বিধানসভার শীতকালীন অধিবেশন বসার আগেই এই বিল পেশ করে মন্ত্রিসভা। উত্তর প্রদেশের যোগী সরকারের পর এই প্রথম জোর করে ধর্মান্তকরণ নিয়ে কড়া বিল পাস হল মধ্য প্রদেশে।

Leave a Reply

error: Content is protected !!