নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ০৯ ফেব্রুয়ারি: হিজাব বিতর্ক নিয়ে কর্নাটকের কলেজগুলিতে প্রতিদিনই উত্তেজনা তৈরি হচ্ছে। থামাতে হিমশিম খেতে হচ্ছে কলেজ কর্তৃপক্ষদের। এক মাস আগে উদুপির গভর্নমেন্ট গার্লস পিইউ কলেজ থেকে হিজাব ইস্যুতে প্রতিবাদ শুরু হয়। সেখানে ছয় ছাত্রীকে মাথার হিজাব পরে আসার জন্য ক্লাসে ঢুকতে দেননি কলেজ কর্তৃপক্ষ। সেখান থেকেই প্রতিবাদের আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে।
এই ইস্যুতে এবার মুখ খুললেন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (এসআইও) পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সভাপতি সাবির আহমেদ। এঘটনায় তিনি সুপ্রিমকোর্টের হস্তক্ষেপ দাবি করেছেন। তাঁর কথায়, “হিজাব একজন মুসলিম মহিলার মৌলিক অধিকার। শিক্ষাঙ্গনে হিজাব বন্ধ করার ঘোষণা কেউ দিতে পারে না। হিজাবের নামে ইসলামফোবিয়া বন্ধ করতে সুপ্রিমকোর্টের হস্তক্ষেপ জরুরি।”