দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ‘মামলা চলাকালীন শ্বশুরবাড়িতেই থাকবে গৃহবধূ’, গার্হস্থ্য হিংসা-মামলায় এমনটাই যুগান্তকারী রায় দিল সুপ্রিমকোর্ট। এদিন দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল, ‘মামলা চলাকালীন শ্বশুরবাড়িতেই থাকতে পারেন পুত্রবধূ। শ্বশুরবাড়িতে থাকা বধূর অধিকার। গার্হস্থ্য হিংসা আইনে অধিকার বধূর।’ সেই সাথে পুত্রবধূ শ্বশুরবাড়িতে যৌথ পরিবারের সম্পত্তির ভাগ পাওয়ার অধিকারী বলে জানিয়েছে বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ।
Tags:Supreme Court