দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ১৪৮টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। আর এদিনও প্রার্থী তালিকা ঘোষণার পরই বিভিন্ন জায়গায় বিক্ষোভ ফেটে পড়েন গেরুয়া শিবিরের কর্মীরা। প্রার্থী তালিকা ঘোষণা হতেই দফায় দফায় বিক্ষোভ, পার্টি অফিসে ভাঙচুর, পুড়ল দলীয় পতাকাও। এতদিন বাংলার ভোটে ফিল্মস্টার ও প্রাক্তন খেলোয়াড়দের নাম অনেকবার প্রার্থী তালিকায় উঠেছে। এবারের বিধানসভা ভোটে সাংবাদমাধ্যম থেকেও প্রার্থী বাছলো বিজেপি। বীরভূমের সিউড়ি কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন সাংবাদিক জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি এতোদিন আনন্দবাজার পত্রিকায় চাকরি করতেন। বৃহস্পতিবার সকালেই চাকরি থেকে ইস্তফা দেন তিনি। এদিন বিকেলেই বিজেপির প্রার্থী তালিকায় তাঁর নাম ঠাঁই পায়। তাঁর বিরুদ্ধে ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বেন বিকাশ রায় চৌধুরী।
প্রাক্তন তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষালকেও উত্তরপাড়া কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। রাজনীতিতে যোগ দেওয়ার আগে প্রবীরবাবু বর্তমান পত্রিকার সাংবাদিক ছিলেন। ইটিভি নিউজ বাংলা চ্যানেলেও তিনি উঁচু পদে চাকরি করতেন। বিজেপির আর এক প্রার্থী স্বপন দাশগুপ্তও প্রাক্তন সাংবাদিক। বিভিন্ন কাগজে ও চ্যানেলে তিনি সাংবাদিকতা করেছেন।
এর আগে তৃণমূলের হয়ে রাজ্যসভায় গেছেন কুণাল ঘোষ। কুণাল এক সময় একাধিক সংবাদপত্র ও চ্যানেলের হেড ছিলেন। পাশাপাশি, সাংবাদিক হাসান ইমরানও তৃণমূলের হয়ে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন।