Monday, February 24, 2025
Latest Newsফিচার নিউজবিনোদন

মুক্তি পাচ্ছে সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’ – দেখবেন কিভাবে? জানুন এখুনি

দৈনিক সমাচার, বিনোদন ডেস্ক : ১৪ জুন অবসাদের জেরে নিজেকে শেষ করে দিয়েছেন ‘দিল বেচারা’ ছবির নায়ক সুশান্ত সিং রাজপুত। সেই ছবি এবার মুক্তি পেতে চলেছে, তবে বড় পর্দায় নয়। ডিজিট্যাল প্ল্যাটফর্ম ‘ডিজনি প্লাস হটস্টার’-এ আগামী ২৪ জুলাই মুক্তি পাবে সুশান্তের শেষ অভিনীত ছবি ‘দিল বেচারা’।

জন গ্রিনের লেখা, ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ‘দিল বেচারা’ ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন মুকেশ ছাবরা। এতে সুশান্ত সিং রাজপুত ছাড়াও দেখা যাবে সঞ্জনা সঙ্ঘী, সইফ আলি খান, বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়-সহ আরও অনেককে।

৩ মে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। কিন্তু লকডাউনের জেরে আরও অনেক ছবির মতোই থমকে গেছিল ছবিটির মুক্তি। এই ছবি মুক্তি পেলে হয়তো সবকিছুই অন্যরকম হতে পারত, এমনটাই মনে করছে বলিউড। সুশান্ত সিং রাজপুতের শেষ অভিনীত ও মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘ছিঁছোড়ে’।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!