দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিহারের উপমুখ্যমন্ত্রী হিসেবে এতদিন দায়িত্ব পালন করে এসেছেন সুশীল কুমার মোদী। কিন্তু ফের এনডিএ জয়ী হতেই নীতিশ মুখ্যমন্ত্রীর দৌড়ে থাকলেও পদ হারালেন বিজেপি নেতা সুশীল মোদী। তার বদলে উপমুখ্যমন্ত্রী হচ্ছেন কাটিহারের বিধায়ক তারকিশোর প্রসাদ।
তারকিশোর প্রসাদ এনিয়ে সংবাদসংস্থাকে বলেন, এ ব্যাপারে কোনও কথা বলতে পারব না। তবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালন করব।