দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কংগ্রেসে যোগ দিলেন সাসপেন্ড হওয়া বহুজন সমাজবাদী পার্টির (বিএসপি) সাংসদ দানিশ আলি। ২০১৯ সালে যখন দেশ জুড়ে মোদী ঝড় উঠেছিল, তখন উত্তরপ্রদেশের আমরোহা লোকসভা কেন্দ্র থেকে বিএসপির টিকিটে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। তবে সেই দানিশকেই গত ডিসেম্বরে দল থেকে সাসপেন্ড করেন মায়াবতী। দানিশ আলি কংগ্রেসে যোগ দেওয়ার উত্তরপ্রদেশে শক্ত হবে হাত শিবির।