গুলবার্গা, ২২ আগস্ট: চলে গেলেন ভারতের প্রাক্তন অলিম্পিয়ান ফুটবলার তথা প্রাক্তন জাতীয় কোচ সৈয়দ শাহিদ হাকিম। কর্ণাটকের গুলবার্গার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন তারকা। রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় ফুটবলমহলের প্রিয় ‘হাকিম সাব’। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
১৯৬০ রোম অলিম্পিক্সে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন সৈয়দ শাহিদ হাকিম। তিনি ফিফা রেফারি হিসেবেও সেবা করেছেন ফুটবলের। দোহায় অনুষ্ঠিত ১৯৮৮ এএফসি এশিয়ান কাপের একাধিক ম্যাচ পরিচালনা করেছেন তিনি।
১৯৬০ সালে সন্তোষ ট্রফি জয়ী সার্ভিসেস দলের সদস্য ছিলেন এসএস হাকিম। ১৯৮২ এশিয়ান গেমসে পিকে বন্দ্যোপাধ্যায়েক সহকারী কোচ ছিলেন এসএস হাকিম। পরে মারডেকা কাপে স্বতন্ত্রভাবে ভারতীয় দলের দায়িত্ব ছিল তাঁর হাতেই।
এছাড়া ক্লাব ফুটবলেও দীর্ঘদিন কোচিং করিয়েছেন সৈয়দ শাহিদ হাকিম। তিনি ১৯৮৮-৮৯ মরশুমে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রাকে কোচ হিসেবে ডুরান্ড চ্যাম্পিয়ন করেন। এছাড়াও সালগাঁওকার এফসি, হিন্দুস্তান এফসি ও বেঙ্গল মুম্বই ক্লাবকেও কোচিং করিয়েছেন হাকিম সাব।
২০১৭ সালে ধ্যানচাঁদ পুরস্কারে সম্মানিত করা হয় এসএস হাকিমকে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে সর্বভারতীয় ফুটবল সংস্থা।