Wednesday, February 5, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

আব্বাসের বিরুদ্ধে মমতার ‛অস্ত্র’ ত্বহা সিদ্দিকি, ভোটের আগে ফুরফুরা শরিফ যেতে পারেন মুখ্যমন্ত্রী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি। সূত্রের খবর, দু’জনের মধ্যে প্রায় ৪০ মিনিটের বৈঠক হয়। ত্বহা জানান, ভোটের আগে ফুরফুরা শরিফে যাওয়ার আপ্রাণ চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন বৈঠক শেষে তিনি জানান, রাজনৈতিক কোনও বিষয় নিয়ে আলোচনা হয়নি। আগামী ৬ মার্চ থেকে ফুরফুরা শরিফে তিনদিনের যে ধর্মসভা আছে, তা নিয়ে কথাবার্তা হয়েছে। কীভাবে সেই ধর্মসভার প্রস্তুতি নেওয়া হয়েছে, কীভাবে আয়োজন করা হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে দাবি করেন ত্বহা।

বিধানসভা ভোটের আগে মমতা যদি ফুরফুরা শরিফে যান, তা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে বলে মত পর্যবেক্ষকদের। বিশেষত পীরজাদা আব্বাস সিদ্দিকি ইতিমধ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গড়ে বিধানসভা ভোটের লড়াইয়ে নামার ঘোষণা করে দিয়েছেন। বাম-কংগ্রেসের জোট নিয়ে আলোচনা চলছে।

Leave a Reply

error: Content is protected !!