Friday, November 22, 2024
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

২০ বছর পর মিলল মুক্তি! আফগানিস্তান ছাড়ল আমেরিকার সেনা, উল্লাসে মাতল তালিবান

Taliban fighters wave from the back of a pickup truck, in Kabul, Afghanistan, Monday, Aug. 30, 2021. Many Afghans are anxious about the Taliban rule and are figuring out ways to get out of Afghanistan. But it's the financial desperation that seems to hang heavy over the city. (AP Photo/Khwaja Tawfiq Sediqi)

কাবুল, ৩১ আগস্ট: মুক্তির স্বাদ মিলল ২০ বছর পর! আমেরিকার সেনা আফগানিস্তান ছাড়তেই উল্লাসে মাতল তালিবান। বাজি ফাটিয়ে ‘স্বাধীনতা’র উদযাপন করল তালিবরা।

তালিবান আগেই জানিয়ে দিয়েছিল, ৩১ অগস্টের মধ্যেই আফগানিস্তানের মাটি ছাড়তে হবে আমেরিকা বাহিনীকে। তার মধ্যেই উদ্ধারকাজ শেষ করতে হবে। সময়সীমা কোনও ভাবেই বাড়ানো হবে না। তালিবদের দেওয়া সেই সময়সীমা শেষ হচ্ছে মঙ্গলবার।

সোমবার গভীর রাতেই পাততাড়ি গুটিয়ে স্বদেশে রওনা হয়েছে আমেরিকার সেনা। আমেরিকার শেষ বিমান আফগান মাটি ছাড়তেই সেই মুহূর্তকে উপভোগ করতে বাজি, বোমা ফাটিয়ে, বন্দুক থেকে গুলি ছুড়ে মুক্তির উল্লাসে মাতল তালিব সদস্যরা। তার পরই তালিবান এই দিনটিকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিবস হিসেবে ঘোষণা করল তারা।

 

Leave a Reply

error: Content is protected !!