দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপির সঙ্গে জোট বেঁধে মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে এখনও সরাসরি কোনও কথাই হয়নি বলে জানিয়ে দিলেন শিবসেনার নেতা সঞ্জয় রাউত। মহারাষ্ট্র বিধানসভার ফল প্রকাশ হয়েছে ২১ অক্টোবর। জোট করে মহারাষ্ট্র বিধানসভায় যে দুই দল মিলিত ভাবে সরকার গড়ার রায় পেয়েছে, তারা এখনও কথাই শুরু করেনি!
মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ ও ক্ষমতার বণ্টন নিয়ে এখন সবচেয়ে বড় জোটের দুই শরিকের মধ্যে স্নায়ুর লড়াই তীব্র। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ জানিয়ে দিয়েছিলেন, আগামী পাঁচ বছর তিনিই মুখ্যমন্ত্রী থাকছেন। শিবসেনা চাইছে আড়াই বছর মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেওয়া হোক তাদের। এদিকে শিবসেনার অবস্থানকে সমর্থন করেছেন এনসিপি নেতা শরদ পওয়ার।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন