দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মারণ করোনার ছোঁবলে প্রাণ হারালেন তামিলনাড়ুর কৃষিমন্ত্রী আর দোরাইকান্নু। শনিবার মধ্যরাতেই রাজ্যের একটি নাম করা বেসরকারি হাসপাতাল কাভেরিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭২ বছরের এই বর্ষীয়ান রাজনীতিবিদ। এদিকে তার মৃত্যু গভীর শোক প্রকাশের পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে তামিলনাড়ু সরকার।
মেডিকেল বুলেটিনে কাভেরি হাসপাতালের এক্সিকিউটিভ ডাইরেক্টর আরবদিন্দন সেলভরাজ বলেন, “ অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি কৃষিমন্ত্রী আর দোরাইকান্নু আর আমাদের মধ্যে নেই। করোনা ভাইরাসের কারণে শনিবার রাত ১১.৪৫ নাগাদ তাঁর মৃত্যু হয়েছে। এই কঠিন সময়ে আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। ”