দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কলেজ স্ট্রিটের কফি হাউসে সোমবার সন্ধ্যায় একটি প্রচারকাজে শামিল হয়েছিল বিজেপি-ঘনিষ্ঠ একটি মঞ্চ। এসময় তাঁরা ‘বিজেপি-আরএসএসের বিরুদ্ধে বাংলা’ বলে একটি মঞ্চের পোস্টার ছেঁড়েন বলে অভিযোগ। সেই পোস্টারে লেখা ছিল— বিজেপি-কে একটিও ভোট নয়।
কফি হাউসের কয়েক জন প্রত্যক্ষদর্শী জানান, গেরুয়া গেঞ্জিধারী কয়েক জন এ দিন সেখান থেকে বেরোনোর সময়ে পোস্টার ছিঁড়ছিলেন। ‘নো ভোট টু বিজেপি’ লেখার ‘নো’ অংশটুকু মুছে দিচ্ছিলেন। ঠিক সেই সময়েই কয়েক জন বামকর্মী তরুণী রুখে দাঁড়ান। ফেসবুকে পোস্টার ছেঁড়ার তাণ্ডবের ছবি ছড়িয়ে পড়েছে। তবে এখনও পর্যন্ত পুলিশে অভিযোগ জমা পড়েনি।