Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

টার্গেট কি আরএসএস? যোগীরাজ্যে পুরুষদের হাফপ্যান্টে নিষেধাজ্ঞা, না মানলে শাস্তি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : পুরুষদের ‘হাফফ্যান্ট’ পরা ‘রুচিহীন’ বলে অভিহিত করল উত্তরপ্রদেশের মুজফফরনগরের এক খাপ পঞ্চায়েত। এ মর্মে পুরুষদের উদ্দেশ্যে একটি নির্দেশও জারি করেছে তারা। পুরুষদের হাফপ্যান্ট পরা চলবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে খাপ পঞ্চায়েতের পক্ষ থেকে। হ্যাফপ্যান্ট পরার নির্দেশ না মানলে শাস্তির নিদানও দিয়েছে খাপ পঞ্চায়েত। পাশাপাশি মহিলাদের উপর যেহারে অপরাধ বেড়ে চলেছে তা রুখতে উত্তরপ্রদেশ সরকারকে আরও সক্রিয় ভূমিকা নিতেও বলেছে তারা।

খাপ পঞ্চায়েতের নেতা নরেশ টিকায়েতের অবশ্য দাবি, এটা মোটেই কোনও নির্দেশ নয়, বরং পরামর্শ। তিনি বলেছেন, ‘গ্রামের বয়স্করা মনে করছেন বাজার বা জনবহুল এলাকায় পুরুষদের হাফপ্যান্ট পরে বেরনোটা রুচিহীনতার পরিচয়।’ বল্লভগড়ে আততায়ীর গুলিতে এক ছাত্রীর মৃত্যুর পর বসা খাপ পঞ্চায়েত সিদ্ধান্ত নেয় মহিলাদের ওপর আক্রমণ রুখতে দরকার পুরুষদের জন্যও নিষেধাজ্ঞা। যার পরই তাদের এহেন নির্দেশ। এই নির্দেশ নিয়ে অবশ্য ইতিমধ্যে শুরু হয়েছে নতুন তরজা।

 

Leave a Reply

error: Content is protected !!