দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কৃষকদের অধিকার রক্ষায় ফের কেন্দ্রকে নিশানা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। টুইটে তৃণমূল কংগ্রেস নেত্রী অভিযোগ করেছেন কেন্দ্রের কৃষি নীতির কারণে দেশের কৃষকরা বিপন্ন হতে বসেেছ। একযোগে তাঁদের অধিকার রক্ষার জন্য লড়াই করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য গত ৯ জুন নবান্নে কৃষক নেতা রাকেশ টিকায়েত বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। সেই বৈঠকেই কৃষকদের পাশে থেকে লড়াইয়ের বার্তা দিয়েছিলেন মমতা।
কৃষকদের স্বার্থ রক্ষায় এবার তাঁদের পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের ভোটের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গু সীমানায় কৃষক নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। কেন্দ্রের নয়া কৃষি আইনের প্রতিবাদে তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছিেলন। কৃষকদের সমর্থনে রাজ্যে পদযাত্রাও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গত ৯ জুন নবান্নে কৃষক নেতা রাকেশ টিকায়েতের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়ো। সেই বৈঠকে কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে এক যোগে লড়াইয়ের বার্তা দিয়েছিলেন তিনি। দেশের সব অবিজেপি দলগুলিকে কৃষকদের পাশে দাঁড়িয়ে লড়াইয়ে সামিল হওয়ার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তারপরে ফের কেন্দ্রকে নিশানা করে সোমবার টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি টুইটে কেন্দ্রকে নিশানা করে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন দেশের মেরুদণ্ড কৃষকরা তাতেই আঘাত হানছে কেন্দ্রের কৃষি নীতি। এর বিরুদ্ধে এক যোগে লড়াইয়ে সামিল হতে হবে। কেন্দ্রের কৃষি আইন দেখলে আমাদের কষ্ট হয়। তাই এক যোগে এঁদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।
সামনেই পাঞ্জাবে বিধানসভা ভোট। ইতিমধ্যেই মায়াবতীর সঙ্গে হাত মিলিয়েছেন শিরোমণি অকালি দল। কংগ্রেসে নেতা অমরিন্দর সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রশান্ত কিশোর। পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে কেন্দ্রের কৃষি আইনের কারণে বিজেপি প্রবল ধাক্কা খাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।