Thursday, September 19, 2024
Latest Newsখেলাফিচার নিউজ

জঘন্য ফিল্ডিং, ছেলেমানুষি বোলিংয়ের পর দুরন্ত ব্যাটিং! নেপালকে ১০ উইকেটে হারাল ভারত

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : নেপালকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গেলেন রোহিত শর্মারা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নেপালকে ১০ উইকেটে হারাল ভারত। প্রথমে ভারতের সামনে লক্ষ্য ছিল ৫০ ওভারে ২৩১ রান। বৃষ্টির কারণে লক্ষ্য কমে দাঁড়ায় ২৩ ওভারে ১৪৫ রান। সহজেই সেই রান তুলে নেন রোহিত (৭৪) শর্মা ও শুভমন গিল (৬৭)। পাকিস্তানের বিরুদ্ধে রান না পেলেও নেপালের বিরুদ্ধে ছন্দে খেললেন ভারতের দুই ওপেনার। ওভার কমে যাওয়ায় আক্রমণাত্মক ক্রিকেট খেলেন তাঁরা।

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত। নেপালের বিরুদ্ধে দলের দুই পেসার মহম্মদ শামি ও মহম্মদ সিরাজের প্রথম পাঁচ ওভারেই তিনটি সহজ ক্যাচ ছাড়েন ভারতীয় ফিল্ডারেরা। শামির প্রথম ওভারের ষষ্ঠ বলে ক্যাচ ফেলেন শ্রেয়স আয়ার। দ্বিতীয় ওভারের প্রথম বলে ক্যাচ ফেলে দেন বিরাট কোহলি। তৃতীয় ক্যাচটি ফেলেন ঈশান কিশন। শুধু এক জন বা দু’জন নন, ভারতীয় দলের প্রায় সবাই খারাপ ফিল্ডিং করলেন। একমাত্র রবীন্দ্র জাডেজা ছাড়া বাকি সবার হাত গলে রান হয় এদিন।

Leave a Reply

error: Content is protected !!