Monday, September 16, 2024
Latest Newsখেলাফিচার নিউজ

শ্রীলঙ্কাকে ৭৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ জয় কোহলিদের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল ভারত। ২০১ রানের বিশাল সংগ্রহ করে ৭৮ রানের বড় জয় পায় বিরাট কোহলিরা। প্রথম দুই ম্যাচে বিরাট টসে জিতলেও পুনেতে টস জিতেছিলেন মালিঙ্গা। বল করার সিদ্ধান্ত নেন তিনি। ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করেন শিখর ধাওয়ান ও লোকেশ রাহুল। দুই ব্যাটসম্যানই হাফসেঞ্চুরি করেন। শিখর ৫২ ও রাহুল ৫৪ করে আউট হওয়ার পর কিছুটা খেই হারিয়ে ফেলে ভারতীয় ব্যাটিং।

সঞ্জু স্যামসন, আইয়ার ও কোহলি কম রানে আউট হন। শেষদিকে পার্টনারশিপ গড়েন মনীশ পাণ্ডে ও শার্দুল ঠাকুর। শেষ পর্যন্ত ৬ উইকেটে ২০১ রানে শেষ হয় ভারতের ইনিংস। টি-টোয়েন্টি ম্যাচে ২০২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে মাত্র ২৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় শ্রীলঙ্কা। তবে পঞ্চম উইকেটে দলের হাল ধরেন অ্যাঞ্জোলো ম্যাথিউস ও ধনঞ্জয়া ডি সিলভা। এই জুটিতে তারা গড়েন ৬৮ রানের জুটি।

১১ ওভারে ৪ উইকেটে ৮৮ রান তুলে নেয় শ্রীলঙ্কা। জয়ের জন্য শেষ ৫৪ বলে যখন শ্রীলঙ্কার প্রয়োজন ১১৪ রান, তখন ১২তম ওভারে ওয়াশিংটনের প্রথম বলেই লং অনে ক্যাচ তুলে দেন ম্যাথিউস। এরপর ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি দাসুন শানাকা ও হাসারাঙ্গা। ১৫.৫ ওভারে ১২৩ রানে অলআউট হয় শ্রীলংকা। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন নভদীপ সাইনি, এছাড়া দুটি করে উইকেট নেন শার্দুল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দর।

 

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!