Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ঝাঁঝে চোখে জল মধ্যবিত্তের, পেট্রোল-ডিজেলের পর এবার হু হু করে দাম বাড়ছে পেঁয়াজের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ফের পেঁয়াজের দামের ঝাঁঝে চোখে জল আপামর মধ্যবিত্তের। মঙ্গলবার কলকাতার বাজারে নাসিকের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে। রাজ্যে উত্‍পাদিত পেঁয়াজের দাম প্রায় ৫০ টাকা কেজি দরে বিকোচ্ছে। ফলে সবজির মরশুমে এক প্রকার মাথায় হাত ক্রেতাদের।

পেঁয়াজের দাম বিক্রেতাদের একাংশের দাবি, মহারাষ্ট্রের নাসিকের পেঁয়াজে জোগানে ঘাটতির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। পেট্রোল-ডিজেলের দাম ভারতে সর্বকালীন রেকর্ড ছোঁয়ায় ইতিমধ্যেই মধ্যবিত্তের বোঝা বেড়েছে চরমে! এবার ফের একবার পেঁয়াজের দামের ঝাঁঝে ক্রেতাদের প্রায় মাথায় হাত!

গত কয়েকমাস ধরে যে পেঁয়াজ ২০ থেকে ৩০ টাকা কেজি দরে বাজারে বিক্রি হচ্ছিল, রাজ্যে উত্‍পাদিত সেই পেঁয়াজই এখন বিক্রি হচ্ছে প্রায় ৫০ টাকা কেজি দরে। সব জিনিসের দামই প্রায় আগুন। এবার পেঁয়াজও আগের মতো কাঁদাতে শুরু করায় মাথায় হাত পড়েছে ক্রেতাদের।

বিক্রেতাদের দাবি, নাসিকের পেঁয়াজের জোগান কমে যাওয়ার কারণে এই দামবৃদ্ধি। কলকাতার খুচরো বাজারের দর অনুযায়ী, মহারাষ্ট্রের নাসিকের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে। রাজ্যে উত্‍পাদিত পেঁয়াজের দামও প্রায় ৫০ টাকা প্রতি কেজি। রাজ্যে এখন ক্ষেত থেকে পেঁয়াজ তোলা শুরু হয়েছে। সেই পেঁয়াজ বাজারে এলে দাম কমতে পারে বলে বিক্রেতাদের মত।

 

 

Leave a Reply

error: Content is protected !!