দৈনিক সমাচার, লখনউ: মোদী সরকারের জোট সঙ্গী নীতীশ কুমারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আরজেডি নেতা তথা লালু পুত্র তেজস্বী যাদব। তার দাবি, একটা সময় বিহারে নীতীশের জেডিইউ, বিজেপির সঙ্গে জোট বাধায়, নীতীশ নিজে হাত জোড় করে ক্ষমা চেয়েছিলেন। এখানেই শেষ নয়। তেজস্বীর দাবি, সেই ঘটনার সাক্ষী ছিলেন বহু আরজেডি বিধায়ক।
তেজস্বীর দাবি, ‘উনি (নীতীশ কুমার) যখন আমাদের বাড়ি এসেছিলেন, তখন হাত জোড় করে ক্ষমা চেয়েছিলেন।’ তেজস্বী বলেন, ‘উনি ক্ষমা চেয়েছিলেন সমস্ত বিধায়কের সামনে, যাঁরা সাক্ষী। কতবার যে তিনি হাত জোড় করে ক্ষমা চেয়েছেন, বলেছেন, তিনি ভুল করে ফেলেছেন, আর বিজেপিতে যাবেন না।’ নীতীশকে তোপ দেগে, তেজস্বী বলেন, ‘ওঁর শপথের কোনও দামই নেই। ওঁকে কেউ বিশ্বাস করে না।’