Thursday, March 13, 2025
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

বাংলাদেশের জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৫২, আহত বহু

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক:
বাংলাদেশের নারায়ণগঞ্জে একটি কারখানায় বিধ্বংসী আগুনে প্রাণ হারালেন অন্তত ৫২ জন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। অনেকে আগুনের গ্রাস থেকে বাঁচতে ওই কারখানার উপরের তলা থেকে নীচে লাফ দেন। এখনও পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ।

গতকাল বিকেল পাঁচটা নাগাদ এই কারখানায় আগুন লাগে। দমকলের কর্মীরা দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন। কিন্তু তাতেও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়নি। আজ অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন দমকল বিভাগের আধিকারিকরা।

দমকলের আধিকারিকরা প্রাথমিকভাবে মনে করছেন, ওই কারখানার নীচের তলায় প্রথমে আগুন লাগে। সেখান থেকে উপরের তলাগুলিতে আগুন ছড়িয়ে পড়ে।
আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদেহগুলিও উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও, এখনও ওই কারখানা থেকে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে।

দমকলের ১৮টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।
হতাহতদের পরিজনরা ওই কারখানা চত্বরে ভিড় জমান। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। হাসপাতালেও শোকের ছায়া। সেখানেও হতাহতদের পরিজনরা ছুটে গিয়েছেন। এখনও পর্যন্ত ৫২ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। তবে মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

Leave a Reply

error: Content is protected !!