দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ডাঃ কাফিল খানকে জাতীয় সুরক্ষা আইনে বন্দি করা হয়েছিল। অভিযোগ, নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে তিনি হিংসায় উস্কানি দিয়েছিলেন। মথুরা জেলে তাঁকে বন্দি করে রাখা হয়েছিল।
মঙ্গলবার এলাহাবাদ হাইকোর্ট রায় দেয়, চিকিৎসককে আটকে রাখা বেআইনি। তাঁকে অবিলম্বে মুক্তি দিতে বলা হয়। বিচারপতিদের মতে, ডাক্তার তাঁর ভাষণে এমন কিছু বলেননি যাতে ঘৃণার বাতাবরণ সৃষ্টি হতে পারে বা হিংসায় ইন্ধন যোগাতে পারে।
মঙ্গলবার মধ্যরাতে জেল থেকে ছাড়া পেয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কাফিল খান বলেন, “আমি বিচার ব্যবস্থার প্রতি কৃতজ্ঞ। কারণ বিচারপতিরা দারুণ রায় দিয়েছেন। তাঁরা পরিষ্কার বলেছেন, আমি হিংসায় উস্কানি দিইনি। স্পেশাল টাস্ক ফোর্সের কাছে আমি কৃতজ্ঞ, কারণ মুম্বই থেকে মথুরায় আনার পথে তারা আমাকে এনকাউন্টারের নামে খুন করেনি।”