দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জ্ঞানব্যাপী মসজিদে হিন্দুরা পুজো করতে পারবেন কি না, আজ সোমবার সেই রায় দেবে এলাহাবাদ হাইকোর্ট। গত ৩১ জানুয়ারি বারাণসীর জেলা আদালত নির্দেশ দিয়েছিল মসজিদের তহখানায় পুজো করতে পারবেন হিন্দুরা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করে মসজিদ কমিটি। সেই মামলারই চূড়ান্ত রায় ঘোষণা ঘিরে শুরু হয়েছে জল্পনা।