Monday, September 16, 2024
Latest Newsদেশফিচার নিউজ

দল বদলানো সাংসদ-বিধায়কদের সম্পত্তি বেড়েছে ৩৯ শতাংশ : সমীক্ষা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক :  দলত্যাগী সাংসদ-বিধায়কদের সম্পত্তি গড়ে ৩৯ শতাংশ বেড়েছে। সমীক্ষা সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস’ (এডিআর)-এর সাম্প্রতিক সমীক্ষা রিপোর্টে এ কথা জানানো হয়েছে। ২০১৬ সাল থেকে বিভিন্ন রাজ্যের বিধানসভা এবং দেশের সংসদের মোট ৪৪৩ জন সদস্য রয়েছেন এই তালিকায়, যাঁরা একটি দলের টিকিটে নির্বাচিত হয়েছিলেন, পরে যোগ দেন অন্য দলে। এঁদের মধ্যে ৪২ শতাংশই কংগ্রেসের। বিজেপি-র দলছুট বিধায়ক মাত্র ৪.৪ শতাংশ। দলত্যাগী বিধায়কদের মধ্যে প্রায় ৪৫ শতাংশরই গন্তব্য বিজেপি।

দলত্যাগীদের তালিকায় ৪০৫ জন বিধায়ক, ১২ জন লোকসভার সাংসদ এবং ১৭ জন রাজ্যসভা সাংসদ রয়েছেন বলে জানাচ্ছে এডিআর রিপোর্ট। ১২ জন লোকসভা সাংসদের মধ্যে অবশ্য বিজেপি-র ৫ জন। অন্যদিকে, রাজ্যসভার দলত্যাগীদের মধ্যে ৭ জন কংগ্রেসের। রিপোর্ট জানাচ্ছে, গত পাঁচ বছরে কর্নাটক, মণিপুর, গোয়া, অরুণাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র-সহ বিভিন্ন রাজ্যের কংগ্রেস বিধায়কেরা দল বেঁধে বিজেপি-তে যোগ দিয়েছেন। মধ্যপ্রদেশ, কর্নাটকের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির সরকারের পতন হয়েছে বিধায়কদের দলবদলের ফলে।

Leave a Reply

error: Content is protected !!