দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: নারদা মামলার রায়ে জট। দুই বিচারপতির মতভেদ। আর তার জেরেই বৃহত্তর বেঞ্চে গেল জামিন মামলা। তবে ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী তাঁরা গৃহবন্দি থাকবেন বলে নির্দেশ দিয়েছে আদালত। জেল হেফাজত থেকে মুক্তি পাচ্ছেন তাঁরা। বৃহত্তর বেঞ্চে রায় যতক্ষণ না আসে ততক্ষণ তারা বাড়িতে গৃহবন্দি থাকবেন। আজ জামিন মঞ্জুর করেছিলেন বিচারপতি অরিজিৎ ব্যানার্জি, অন্যদিকে জামিন মঞ্জুরের বিরোধিতা করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। তাই আপাতত জেল হেফাজত থেকে মুক্তি পেলেও গৃহবন্দি অবস্থায় থাকতে হবে চারজনকে। তবে সিবিআই-এর সঙ্গে সমস্ত রকমের তদন্ত সহযোগিতা করতে হবে। শারীরিক অসুস্থতা সহ সমস্ত ব্যাপারে তাদের সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে।
হাইকোর্টের তৃতীয় বেঞ্চ গঠন না হওয়া পর্যন্ত এই রায় বহাল থাকবে। কল্যাণ ব্যানার্জি দ্রুত বৃহত্তর বেঞ্চে মামলা নিষ্পত্তির আবেদন জানিয়েছেন। প্রয়োজনে শনি-রবিবারে এই মামলার শুনানি হোক বলে দাবি করেন তিনি। গৃহবন্দি করার সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন আজ দুপুরেই শুরু করা হোক বলে আদালতে প্রস্তাব কল্যাণের। তিনি বলেন, ‘সিবিআই যদি আদালতকে ১৭ মে সন্ধ্যা সাড়ে পাঁচটায় শুনানির অনুরোধ জানাতে পারে, তবে আমরা বলতে পারব না কেন?’ সূত্রের খবর, আজ দুপুর ২টো নাগাদ বৃহত্তর বেঞ্চে এই মামলার শুনানি হবে। ডিভিশন বেঞ্চের আজকের রায় বহাল থাকে কিনা তার দিকে সকলের নজর রয়েছে।