দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: গোয়াল ফাঁকা, তাই সাংসদদের দাঁড় করাচ্ছে বিজেপি, গেরুয়া শিবিরকে প্রার্থীতালিকা নিয়ে এভাবেই কটাক্ষ করলেন বীরভূমের তৃণমূল প্রধান অনুব্রত মণ্ডল। রাজ্যের তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থীতালিকা প্রকাশ করেছে বিজেপি। সেখানে রয়েছেন রাজ্যের ৩ সাংসদ ও এক কেন্দ্রীয় মন্ত্রী। নাম না করে তাদেরই নিশানা করলেন অনুব্রত মণ্ডল।
এবার বিধানসভা নির্বাচনের প্রচারে বীরভূমের লাভপুরে একটি সভা করেন অনুব্রত। জেলা তৃণমূলের দ্বিতীয় শীর্ষ নেতা অভিজিত্ সিংহের সমর্থনে এদিন লাভপুরে মাঠে নামেন অনুব্রত। সঙ্গে ছিলেন দলের অন্যান্য নেতৃত্বও।
এদিন তিনি বলেন, নির্বাচন কমিশনের ক্যামেরার যতই নজরদারি থাকুক না কেন অনুব্রতকে আটকানো যাবে না। কমিশন ১০টা কেন ২৫টা ক্য়ামেরা লাগালেও আমাকে আটকানো যাবে না।
অন্যদিকে, বিজেপির প্রার্থীতালিকা নিয়েও গেরুয়া শিবিরকে নিশানা করেন অনুব্রত। আজ তাদের প্রার্থীতালিকায় রাখা হয়েছে , বাবুল সুপ্রিয়, নীতিশ প্রামাণিক, লকেট চট্টোপাধ্যায়দের। এদিন সভা শেষে সাংবাদিকদের অনুব্রত বলেন, ‘সবাইকে হারাব। গোরুর পালকে যেমন ছুটিয়ে নিয়ে যায় তেমন নিয়ে যাব। খেলা শুরু হয়ে গিয়েছে। লোক পাচ্ছে না। এমপিদের দাঁড় করিয়েছে। গোয়াল ফাঁকা।’