দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফের বিজেপির গোষ্ঠী দ্বন্দ প্রকাশ্যে এলো। এবার দলের কর্মীদের হাতে ব্যাপক মার খেলেন বিজেপির পাত্রসায়র মণ্ডল-১ সভাপতি দেবানন্দ সরকার। তার দু’টি পা ও একটি হাত ভেঙে দেওয়া হয়েছে বলে খবর।
সূত্রের খবর, শনিবার দেবানন্দ সরকার বাড়ি ফিরছিলেন। সেই সময় বামিরা মোড়ের তেমাথার কাছে এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত কয়েক জন তাঁর পথ আটকায় ও ব্যাপক মারধোর করে।
মারধোরের চোটে দেবানন্দর দু’টি পা ও একটি হাত ভেঙ্গে যায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ গুরুতর আহত অবস্থায় ওই বিজেপি মণ্ডল সভাপতিকে পাত্রসায়র ব্লক হাসপাতালে ভর্তি করে।
Support Free & Independent Journalism