দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দীর্ঘ বনাঞ্চল কেটে পার্ক বানানোর পরিকল্পনা, জনগণের তুমুল প্রতিবাদের জেরে অবশেষে পিছু হঠল কর্ণাটকের বিজেপি সরকার। জানা গেছে, বেঙ্গালুরুর তুরাহাল্লি অরণ্যের মধ্যে একটি ট্রি পার্ক গড়ার পরিকল্পনা নিয়েছিল কর্ণাটক রাজ্য প্রশাসন। এর তুমুল প্রতিবাদ করেন সাধারণ নাগরিক ও পরিবেশ কর্মীরা। আর তাদের প্রতিবাদ পার্কের কাজ আপাতত মুলতুবি রাখল প্রশাসন। তাদের দাবি পার্ক তৈরি হলে ক্ষতিগ্রস্ত হবে বনাঞ্চলটি।
জানা যাচ্ছে, ছোট হলেও এই বনাঞ্চলে অন্তত একশো কুড়ি প্রজাতির পাখি বাস করে। এছাড়াও আছে নানা ধরনের সরীসৃপ, উভচর, স্তন্যপায়ী প্রাণী। এই অরণ্যে হরিণ ও বন্য শূকর দেখা যায় বলেও জানিয়েছেন অনেকে। প্রতিবাদকারীদের দাবি পার্ক হলে এদের স্বাভাবিক বাসস্থান নষ্ট হবে। কর্নাটকের বনমন্ত্রী অরবিন্দ লিম্বাভালি জানান, সরকার পার্ক বানানোর প্রক্রিয়া বন্ধ রেখেছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।