Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

‘লাভ জিহাদ’ আইন আনলো মধ‍্যপ্রদেশের বিজেপি সরকার, সাজা ১০ বছরের জেল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: লাভ জিহাদ বিরোধী আইন পাস করল শিবরাজ সিং চৌহান সরকার। তাতে জোর করে ধর্মান্তকরণ করে বিয়ে করলে সাজার কথা বলা হয়েছে। ১০ বছরের সশ্রম কারাদণ্ড। সঙ্গে মোটা টাকা জরিমানা গুনতে হবে দোষীকে। বিধানসভার শীতকালীন অধিবেশন বসার আগেই এই বিল পেশ করে মন্ত্রিসভা। উত্তর প্রদেশের যোগী সরকারের পর এই প্রথম জোর করে ধর্মান্তকরণ নিয়ে কড়া আইন পাস হল মধ্য প্রদেশে।

লাভ জিহাদ আইনে দোষীর ন্যূনতম সাজা ৫ বছরের কারাদণ্ড হিসেবে ধার্য করা হয়েছে। তার সঙ্গে ২৫,০০০ টাকা জরিমানা দিতে হবে দোষীকে। অনাদায়ে আরও একবছর সশ্রম কারাদণ্ডের সাজা ভোগ করতে হবে। আর জোর করে যদি তপশীলী জাতি বা তপশিলি উপজাতির কাউকে ধর্মান্তকরণ করা হয় লাভ জিহাদের নামে তাহলে সেই সাজা দ্বিগুণ হবে। অর্থাৎ ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা করা হবে দোষীকে।

Leave a Reply

error: Content is protected !!