দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূল ভোটারদের ভয় দেখানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। প্রিসাইডিং অফিসারের সামনেই তৃণমূল এজেন্টকে বসতে বাধা, রাজি না হওয়ায় ভাইপোকে পণবন্দি করে ভয় দেখিয়ে বের করে দেওয়ার অভিযোগ। এরপর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল ভোটাররা। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন তাঁরা। খবর পেয়ে এলাকায় যান দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। প্রার্থীর হস্তক্ষেপে শেষপর্যন্ত বুথে বসেন তৃণমূলের এজেন্ট। ঘটনাস্থলে যায় ক্যুইক রেসপন্স টিম।