Thursday, September 19, 2024
Latest Newsদেশফিচার নিউজ

এ কেমন রাজনীতি? এনসিপির ৪ বিধায়ককে হোটেলে আটকে রেখেছিল বিজেপি

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এনসিপির চারজন নিখোঁজ বিধায়ককে মহারাষ্ট্রের গুরগ্রামে রেনেসাঁ নামে একটি পাঁচতারকা হোটেলে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। বিজেপির নেতা-কর্মীরাই বিধায়ক নরহরি ঝিরওয়াল, দৌলত দারোদা, অনিল পাতিল ও নিতিন পাওয়ারকে আটকে রেখেছিল বলে অভিযোগ করেছে এনপিসি। হোটেল থেকে এনসিপির ওই চার বিধায়ককে উদ্ধার করেন দলীয় নেতা-কর্মীরা।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

সূত্রের খবর, নিখোঁজ বিধায়কদের উদ্ধার করতে গেলে বিজেপি কর্মী এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এনসিপি কর্মীদের। অভিযানের বর্ণনা দিয়ে উদ্ধারকারীরা জানান, বিধায়কদের আটকে রাখার কথা জানতে পেরে তাঁরা রাত দেড়টার দিকে অভিযান চালান। উদ্ধার হওয়ার পর দুলাল দারোদা ও অনিল পাতিল বলেন, সবাই ভাবছিলেন আমরা দল ছেড়ে পালিয়ে গেছি। কিন্তু আমরা এখনও এনসিপিতে আছি। আমরা কোথাও যাইনি। আমরা শরদ পাওয়ারের সঙ্গেই আছি।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!