দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ২০১৯ লোকসভা নির্বাচনের পর তৃণমূল থেকে বিজেপিতে আসার হিড়িক পড়েছিল৷ একুশের বিধানসভা ভোটের পর তৃণমূলে ফিরে যাওয়ার ধূম লেগেছে৷ এবার টুইটারে বেসুরো ভোটের আগে বিজেপিতে আসা রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীবের ভোল বদল নিয়ে ওয়ানইন্ডিয়া বাংলাকে কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ।
রাজীবের টুইট নিয়ে ওয়ানইন্ডিয়া বাংলাকে সৌমিত্র বলেন, ‘মন্ত্রীত্ব পায়নি তো তাই এখন বিজেপিতে শ্বাসকষ্ট হচ্ছে ওঁর৷ এখানে তো লুন্ঠন করতে পারছে না তাই ফিরে যেতে চাইছে।’
কিন্তু কী নিয়ে এত বিতর্ক? মঙ্গলবার সন্ধ্যায় রাজীব বন্দ্যোপাধ্যায় একটি টুইটে আকাশী রঙের ব্যাকগ্রাউন্ডে পশ্চিমবঙ্গের ম্যাপ সহ একটি ছবি পোস্ট করেন যেখানে লেখা রয়েছে, ‘সমালোচনা তো অনেক হল। মানুষের বিপুল জনমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবে না৷ আমাদের উচিৎ ‘কোভিড’ ও ‘ইয়াস’ এই দুই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা৷’
রাজীবের টুইটটি শেয়ার করে সৌমিত্র খাঁ টুইটরে লেখেন, ‘৪২হাজার ভোটে হারার পর মনে পড়লো? বিজেপির ৪২জনের বেশি কর্মীরা মারা গেছে,তখন চুপ থাকা মানে শাষক দলকে সমর্থন করা। মোদী সরকার করোনার জন্য ফ্রি তে ভ্যাকসিক,অক্সিজেন ও সব রকম সাহায্য করছে।আর ইয়াস ঘূর্নিঝড়ের জন্য মোদী জি নিজে এসেছেন।৪০০কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্যেকে।’
আরও একটি টুইটে রাজীবকে কটাক্ষ করে সৌমিত্র লেখেন, ‘আরও যা যা ক্ষতি হয়েছে তা কেন্দ্রীয় সরকার সাহায্য করবে। আমরা বিরোধী দল আমরা সরকারের গঠন মূলক কাজে সাহায্য করবো।ভুল হলে পথে নামবো৷ আপনি নীরব না থেকে বিজেপির কর্মীদের পাশে থাকলে ভালো হয়। না হলে গাড়ির পিছনে যে ছবিটা আছে সেটা আবার সামনের সিটে নিয়ে আসুন।’