Thursday, November 21, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

ভোটে বিজেপি টাকা ছড়াচ্ছে, ধরতে পারলেই পুরস্কার ‘চাকরি’, ঘোষণা মমতার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বুধবার বাঁকুড়ার জনসভা থেকে সাধারণ মানুষকে রীতিমতো চমক দিলেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘বিজেপি টাকা বিলোচ্ছে, সতর্ক থাকুন। টাকা দিচ্ছে ধরিয়ে দিতে পারলেই পুরস্কার হিসেবে চাকরি মিলবে’।

যদিও নির্বাচনী প্রচারে গিয়ে বারংবার বলেছেন, বাইরে থেকে লোক ঢোকাচ্ছে বিজেপি। রাতের অন্ধকারে টাকাও বিলোচ্ছে বলে অভিযোগ করেন। তা নিয়ে বারবার সতর্ক করছেন দলীয় নেতা-কর্মীদেরও। তবে আজ বাঁকুড়ার সভা থেকে যা ঘোষণা করলেন মমতা ব্যানার্জি, তা রীতিমতো চমকপ্রদ। যদিও নির্বাচনী আচরণ বিধি লাগু হবার পর মুখ্যমন্ত্রী এমন প্রতিশ্রুতি দিতে পারেন কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।

দলের রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘নিয়ম বহির্ভূতভাবে এমন কথা বলছেন মমতা ব্যানার্জি। নির্বাচনী বিধি লংঘন করেছেন তিনি। একজন মুখ্যমন্ত্রী কখনই এমন কথা বলতে পারেন না। তিনি আধা সামরিক বাহিনী নিয়েও অনেক কথা বলেছেন তাদের অপমান করেছেন’। এই নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।

বাঁকুড়ার তিনটি সভাতেই আজ মমতা এই কথা বলেন। তিনি বলেন, ‘বিজেপি টাকা দিচ্ছে। টাকা দিলে নেবেন কি নেবেন না আপনার ব্যাপার। কিন্তু মনে রাখবেন, ওটা আপনারই টাকা। তবে টাকা নিলেও ওদের ভোট দেবেন না। ওরা বলতে পারে, কোথায় ভোট দিচ্ছিস, আমরা দেখতে পাব। একদম বিশ্বাস করবেন না সে কথা। পুরোটাই মিথ্যে কথা। কিচ্ছু দেখতে পাবে না। তাই যদি বলে খরচ দিচ্ছি, ওদেরই উল্টে খরচ করে দেবেন। কিন্তু ভোটটা জোড়া ফুলেই দেবেন।’

 

 

Leave a Reply

error: Content is protected !!