দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লকেট চট্টোপাধ্যায় বিজেপির প্রার্থিতালিকায় ‘প্রভাব’ খাটিয়েছেন। এই অভিযোগ তুলে হুগলির ত্রিবেণীতে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন নিরুপম মুখোপাধ্যায় নামের স্থানীয় এক বিজেপি নেতা। রেললাইনে শুয়েও পড়েন তিনি। দীর্ঘ ক্ষণের চেষ্টায় তাঁকে কোনও রকমে নিরস্ত করেন স্থানীয় বিজেপি কর্মীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় রেল পুলিশ (জিআরপি)-ও। আপাতত তাঁকে নিরস্ত করা গেলেও পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া না হলে দলের জেলা দফতরের সামনে গায়ে আগুন দেবেন বলে হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন নিরুপম।