Monday, February 24, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

শুভেন্দুকে রাজ্যের বিরোধী দলনেতা করল বিজেপি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে রাজ্যের বিরোধী দলনেতা করল গেরুয়া শিবির। এ দিন কলকাতায় বিজেপি-র পরিষদীয় দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ কলকাতায় আনুষ্ঠানিক ভাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন৷ নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিরোধী দলনেতা পদের অন্যতম দাবিদার ছিলেন শুভেন্দু৷

এ দিন হেস্টিংসে বিজেপি-র নির্বাচনী কার্যালয়ে বিজেপি-র সমস্ত জয়ী বিধায়কদের বিরোধী দলনেতা বেছে নেওয়ার জন্য ডাকা হয়েছিল৷ বৈঠকে রাজ্য নেতৃত্বের সঙ্গে উপস্থিত ছিলেন দুই কেন্দ্রীয় নেতা রবিশঙ্কর প্রসাদ এবং ভূপেন্দ্র যাদব৷

বৈঠকে যোগ দেওয়ার আগেই মুকুল রায় স্পষ্ট করে দেন, বয়সজনিত কারণেই তিনি বিরোধী দলনেতার দায়িত্ব নিতে আগ্রহী নন৷ প্রসঙ্গত, গত শনিবার দিল্লিতেও বিরোধী দলনেতা বাছাই করা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী৷

 

Leave a Reply

error: Content is protected !!