Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

‘বাড়িতে থাকলেও মরতই’, আন্দোলনে মৃত কৃষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি মন্ত্রীর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কৃষক আন্দোলন নিয়ে উত্তাল হয়েছে দেশ, তার চেয়েও বেশি উত্তাল হয়েছে কৃষক মৃত্যু নিয়ে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালাল কৃষক মৃত্যু নিয়ে কিছু ‘অসংলগ্ন’ কথা বলতে। কৃষক আন্দোলন ঘিরে ঘরে বাইরে চাপের মুখে কেন্দ্রের বিজেপি সরকার। সেই পরিস্থিতিতেও দলের অস্বস্তি বাড়িয়েই চলেছেন গেরুয়া শিবিরের একাধিক নেতা। এ বার সেই তালিকায় নয়া সংযোজন হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালাল। কৃষক আন্দোলন চলাকালীন প্রচণ্ড ঠান্ডায় যে সমস্ত কৃষক মারা গিয়েছেন এবং যাঁরা আত্মঘাতী হয়েছেন, তাঁদের সম্পর্কে অসংবেদনশীল মন্তব্য করেছেন তিনি। ২০০ জন কৃষকের মৃত্যুর বিষয়ে একটি মিডিয়া প্রশ্নের জবাবে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তাঁর যুক্তি, বাড়িতে থাকলেও মরতেনই ওই কৃষকরা!

এই মন্তব্যের কয়েক ঘন্টা পরে দালাল বলেছিলেন যে তার বক্তব্য সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলা হয়েছে। এর “ভুল অর্থ” তৈরি করা হয়েছে বলে তিনি বলেন। হরিয়ানার কৃষিমন্ত্রী বলেন, “যদি কেউ এতে আঘাত পান তবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।” তিনি আরও বলেন যে তিনি কৃষকদের কল্যাণে কাজ চালিয়ে যাবেন। সোশাল মিডিয়ায় বিক্ষোভ শুরু হতেই মন্ত্রীর বক্তব্য কারও মৃত্যু সবসময় বেদনাদায়ক।

শনিবার সংবাদকর্মীদের সঙ্গে আলাপ আলোচনায় জে পি দালাল বলেন, “তাঁরা যদি তাঁদের বাড়িতে থাকত তবে সেখানেও মারা যেতে পারতেন। ভারতবর্ষে বছরে কত লোক মারা যায় সেই হিসেব জানেন? এক থেকে দুই লক্ষ মারা যান ছ’মাস অন্তর। কেউ হার্ট অ্যাটাকের কারণে মারা যাচ্ছেন এবং কেউ অসুস্থ হয়ে পড়ে মারা যাচ্ছেন। যারা মারা গেছেন তাদের প্রতি আমার আন্তরিক সহানুভূতি রয়েছে। আমার সহানুভূতি রয়েছে ১৩৫ কোটি মানুষের সঙ্গে।”

যদিও দিল্লির সীমান্তে আন্দোলন চলাকালীন কৃষকরা যেভাবে প্রাণ হারালেন সে বিষয়ে মিডিয়া প্রশ্নের জবাবে তিনি বলেন, “কেউ দুর্ঘটনায় মারা যাননি। নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করেছে। যারা মারা গিয়েছেন তাঁদের প্রতি আমার আন্তরিক সহানুভূতি রয়েছে।” যদিও কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা এই মন্তব্যে জেপি দালালকে পাল্টা আক্রমণ করেন ।

 

Leave a Reply

error: Content is protected !!