দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রিসর্টে মদ-জুয়ার আসর বসানোর অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি বিধায়ক সহ ২৫ জন। গুজরাটের পাঁচমহল জেলার ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে মাতার কেশারিসিংহ সোলঙ্কি ওই বিধায়ককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই রিসর্ট থেকে প্রায় ৬ লক্ষ টাকা এবং ৮টি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে ৭ জন মহিলা। তাঁদের মধ্যে ৪ জন নেপালের বাসিন্দা। রিসর্ট থেকে ৬ বোতল বিদেশি মদ ও জুয়া খেলার সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। গুজরাটে মদ খাওয়া ও মজুত করা নিষিদ্ধ। নিয়ম ভেঙে আসর বসানোর অভিযোগেই খেদা জেলার মাতারের বিধায়ক সোলঙ্কি সহ ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে লোকাল ক্রাইম ব্রাঞ্চ এবং পাভাগড় পুলিশ পাঁচমহল জেলার হালোল শহরের শিবরাজপুর এলাকার ওই রিসর্টটিতে যৌথভাবে অভিযান চালায়। লোকাল ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর রাজদীপ সিং জাদেজা জানান, সোলঙ্কি সহ ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মদও বাজেয়াপ্ট করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।