Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

দল বিরোধী মন্তব্যের জের, সায়ন্তস বসু সহ ৩ নেতাকে শোকজ করল বিজেপি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দল বিরোধী মন্তব্য করার জেরে সায়ন্তস বসু সহ ৩ নেতাকে শোকজ করল রাজ্য বিজেপি। বিজেপির মতো ক্যাডার ভিত্তিক শৃঙ্খলাপরায়ন দলেও শুরু হযে গেল পুরানো কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পালা। এভাবেই বিধানসভা ভোট আসার আগেই বিজেপি হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের দূনীর্তির দায়ে অভিযুক্ত নেতাদের পার্টি, গত ১৮ ডিসেম্বর আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে কটাক্ষ করেছিলেন , এমনকি তাঁর দলে আসাকে মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তস বসু । এর দায়ে আজ তাঁকে শোকজ নোটিশ ধরানো হয়েছে । জানতে চাওয়া হয়েছে ওই মন্তব্যের জন্য কেন তাঁকে বহিস্কার করা হবে না ?

চিঠি জানানো হয়েছে, সায়ন্তন বসু গত ১৮ ডিসেম্বর সংবাদমাধ্যমে দলবিরোধী এবং নিম্নরুচির মন্তব্য করেছেন। যা দলের অবস্থানের সম্পূর্ণ বিরোধী। দল এই ধরনের বক্তব্য সমর্থন করে না।দলের সংবিধান অনুযায়ী, এমন মন্তব্যের জন্য বহিষ্কার করা হতে পারে। কেন তাঁকে কড়া শাস্তি দেওয়া হবে না, তা নিয়ে সাতদিনের মধ্যে সায়ন্তনের কাছে জবাব চাওয়া হয়েছে। শো-কজের চিঠি প্রসঙ্গে সায়ন্তন যদিও বলেন, ‘‘আমি দলের একনিষ্ঠ কর্মী। যত তাড়াতাড়ি সম্ভব চিঠির উত্তর দেব।’’

সায়ন্তনের পাশাপাশি শো-কজ করা হয়েছে নাগরাকাটার মণ্ডল সভাপতি সন্তোষ হাতি, আলিপুরদুয়ারের জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মাকেও। তিন জনের ক্ষেত্রেই শো-কজের কারণ এক। সন্তোষের বিরুদ্ধে আরও অভিযোগ, ১৯ ডিসেম্বর তাঁর নেতৃত্বে এলাকায় যে সভা হয়েছে, সেখানে দলবিরোধী স্লোগান তোলা হয়েছিল। অভিযোগ, সেখানে মণ্ডল সভাপতির সরাসরি হাত ছিল। সে কথাও চিঠিতে লেখা হয়েছে। নাগরাকাটার বিধায়ক শুক্রা মুণ্ডা বিজেপিতে যোগ দেওয়ার পর, সেখানেও দলবদল নিয়ে বিজেপি-র পুরনো নেতা-কর্মীরা উষ্মা প্রকাশ করেছিলেন। সেই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সন্তোষ। গঙ্গাপ্রসাদও উষ্মা প্রকাশ করেছিলেন।

 

Leave a Reply

error: Content is protected !!