Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

মিথ্যা খবর ছড়ানোর জন্য বিজেপিকে নোবেল দেওয়া উচিত, মন্তব্য কাকলির

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মিথ্যা খবর ছড়ানোর জন্য বিজেপিকে নোবেল দেওয়া উচিত, গেরুয়া শিবিরের বিরুদ্ধে মিথ্যা খবর ছড়ানোর অভিযোগ তুলে এমনটাই মন্তব্য করলেন বারসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তাঁর দাবি, মিথ্যা খবর ছড়ানোয় বিজেপিকে নোবেল প্রাইজ দেওয়া উচিত।

সোশাল মিডিয়ার কয়েকটি পোস্টের উদাহরণ টেনে আনেন এই তৃণমূল সাংসদ। সেই পোস্টগুলির সবক’টাই করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য়। কাকলির দাবি, প্রতিটি পোস্টই ভুয়ো। যাঁদের নিয়ে বা যে বিষয় নিয়ে ওই পোস্টগুলি করা হয়, সেগুলি খণ্ডন করে পরে অন্যরাও পোস্ট করেন। সেই বিষয় তুলে ধরেই এদিন কাকলি বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন।

তাঁর বক্তব্য, বিজেপির অনেক টাকা আছে। সেই টাকা দিয়ে তারা মিথ্যা খবর ছড়ায়। নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই বিজেপি এটা করে। সেই কারণে তাঁর ‘প্রস্তাব’, বিজেপিকে মিথ্যা খবর ছড়ানোয় নোবেল পুরস্কার দেওয়া উচিত। বিজেপিকে বিশ্বের সবচেয়ে বড় মিথ্যাবাদী রাজনৈতিক দল বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, যা কিছু বলবে বিজেপি, তা মিথ্যা বলে ধরে নিতে হবে।

 

Leave a Reply

error: Content is protected !!