দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বাগনানে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বাগনানের ২২৮ নং বুথের ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।
তৃণমূল কর্মীদের অভিযোগ, বিজেপি নেতা অনুপম মল্লিকের নেতৃত্বে ভাঙচুর করা হয়েছে। অন্যদিকে বিজেপির তরফে অভিযোগ, ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ক্যাম্প করেছিল তৃণমূল। ঘটনাস্থলে পুলিশ ও সিআরপিএফ। বিজেপি প্রার্থীর বক্তব্য, গতকাল থেকেই নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছিল। কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।