দৈনিক সমাচার, ডিজিটাল: আর কিছুদিন পরেই বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটের প্রস্তুতিতে মাঠে নেমে পড়েছে সব দলই। ভোট যত এগোচ্ছে, বাগযুদ্ধের পারদও ততই চড়ছে। প্রত্যেকটি দলের নেতারা চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ ছুড়তে ব্যস্ত। এবার প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভায় কংগ্রেসের দলনেতাকে তীব্র আক্রমণ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বললেন, আগামী নির্বাচনে তিনটি দল একসঙ্গে লড়বে, কংগ্রেস-সিপিএম-বিজেপি। এখানে বিজেপির সবচেয়ে বড় এজেন্ট কংগ্রেসের অধীর চৌধুরী। ওর চেয়ে বড় এজেন্ট বিজেপির আর নেই। পিছনের দরজা দিয়ে কতবার যে লোকসভায় মোদীর সঙ্গে দেখা করে, তা আমরা দেখি, জানি। এই অধীর বাংলার সবচেয়ে বদনাম করে দিল্লিতে, সবচেয়ে বড় সমালোচক মমতার।
এদিনই নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতের কেওড়িয়ায় গিয়েছিলেন অধীর চৌধুরী। সেখান থেকেই তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের জবাব ফিরিয়ে দিয়েছেন। বলেন, মমতার অ্যালসেশিয়ান, আগে শুভেন্দু ছিল এখন হয়েছে কল্যাণ, যদি হিম্মত থাকে তাহলে ওপেন ডিবেট করুন, এসব অন্যকে দিয়ে বলাবেন না। সারা বাংলার মানুষ দেখুক, কে কাকে এরাজ্যে এনেছ।